উয়েফা সুপার কাপে রোনালদোকে পাওয়ার আশা মার্সেলোর

সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচ দিয়ে শুরু হবে এ মৌসুমে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের অভিযান। ইউরোর ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়া ক্রিস্তিয়ানো রোনালদোকে এই ম্যাচ দিয়েই ফিরে পাওয়ার আশার কথা জানিয়েছেন স্পেনের সফলতম ক্লাবটির ডিফেন্ডার মার্সেলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2016, 10:59 AM
Updated : 22 July 2016, 10:59 AM

প্যারিসের সাঁ-দেনিতে গত ১০ জুলাই স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতে পর্তুগাল। সেই ম্যাচের ২৫তম মিনিটে হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদোকে।

রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর বিশ্বাস, রোনালদো শিগগিরই মাঠে ফিরবেন।

“আমি ক্রিস্তিয়ানোর সঙ্গে কথা বলেছি এবং তাকে অভিনন্দন জানিয়েছি, পেপেকেও অভিনন্দন জানিয়েছি। ক্রিস্তিয়ানোর চোট নিয়ে আমি বেশি কিছু জানি না, যদিও আমি আশা করছি, সুপার কাপের জন্য সে প্রস্তুত থাকবে।”

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল এবার আরও বেশি সাফল্য পেতে মরিয়া বলেও জানান মার্সেলো।

“আমরা সুপার কাপের কথা ভাবছি, শুরুটা সব সময়ই একটু কঠিন, কিন্তু সুপার কাপ নিয়ে মনোযোগী আমরা।”

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল ও ইউরোপা লিগ জয়ী সেভিয়ার মধ্যে উয়েফা সুপার কাপের ম্যাচটি হবে নরওয়ের ত্রোন্দহাইমে আগামী ৯ অগাস্ট।