বাউসাকে কোচ করার কথা ভাবছে আর্জেন্টিনা

জেরার্দো মার্তিনোর জায়গায় সাও পাওলোর কোচ এদগার্দো বাউসাকে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2016, 09:09 AM
Updated : 22 July 2016, 09:09 AM

ব্রাজিলের ক্লাবটি এক বিবৃতিতে গত বৃহস্পতিবার জানায়, আর্জেন্টিনার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে লড়াইয়ে আছেন বাউসা। এএফএ কর্মকর্তারা এরই মধ্যে ৫৮ বছর বয়সী এই কোচের সঙ্গে যোগাযোগ করেছেন।

“সাও পাওলোর কোচ এদগার্দো বাউসা বৃহস্পতিবার বিকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার আমন্ত্রণ পেয়েছেন।”

সাও পাওলোর কর্তৃপক্ষ অবশ্য মনে করছে, বাউসা ক্লাবে তার দায়িত্ব পালন করে যাবেন।

আর্জেন্টিনার হয়ে ৩টি ম্যাচ খেলা বাউসা ২০১৫ সালের ডিসেম্বরে সাও পাওলোর দায়িত্ব নেওয়ার আগে মূলত নিজের দেশের ক্লাবগুলোতেই কোচের ভূমিকা পালন করেন।

পেরুর ক্লাব স্পোর্তিং ক্রিস্তালকে লিগ শিরোপা জেতানো বাউসা একুয়েডরের দল এলডিইউ কিতোকে ঘরোয়া লিগের সঙ্গে জেতান কোপা লিবের্তাদোরেস। ২০১৪ সালে আর্জেন্টিনার ক্লাব সান লরেন্সোকেও কোপা লিবের্তাদোরেস জেতান তিনি।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কয়েক দিন পর কোচের পদ থেকে সরে দাঁড়ান ২০১৫ ও ২০১৬ সালে দলকে কোপা আমেরিকার ফাইনালে তুলেও শিরোপা জিততে ব্যর্থ হওয়া মার্তিনো। 

এর পর থেকেই নতুন কোচের সন্ধানে নামে এএফএ। এর আগে তারা আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনেকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিল। আর সাবেক কোচ ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা নিজে থেকেই আগ্রহ দেখান।