স্পেনের নতুন কোচ লোপেতেগি

ভিসেন্তে দেল বস্কের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন পোর্তোর সাবেক কোচ হুলেন লোপেতেগি। বৃহস্পতিবার স্পেনের ফুটবল ফেডারেশন সাবেক এই গোলরক্ষকের হাতে ইনিয়েস্তাদের দায়িত্ব দেওয়ার খবর নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 02:58 PM
Updated : 21 July 2016, 02:58 PM

গত ইউরোতে শেষ ষোলোতে ইতালির কাছে হেরে স্পেন বিদায় নেওয়ার পর দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন দেল বস্ক। সেই থেকে নতুন কোচের খোঁজে ছিল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
 
লোপেতেগি স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে পোর্তোর হাল ধরার আগে স্পেনের অনূর্ধ্ব-১৯, ২০ ও ২১ দলকে কোচিং করান ৪৯ বছর বয়সী এই কোচ। 
 

ফুটবল ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয় দলে খেলেছেন লোপেতেগি। রিয়ালের হয়ে লা লিগা ও কোপা দেল রে এবং বার্সেলোনার হয়ে উয়েফা কাপ উইনার্স কাপ জয় করেন তিনি। জাতীয় দল স্পেনের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন সাবেক এই গোলরক্ষক।
লোপেতেগির কোচিংয়ে স্পেন প্রথম ম্যাচ খেলবে বেলজিয়ামের বিপক্ষে। প্রীতি ম্যাচটি হবে আগামী ১ সেপ্টেম্বর।