অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটদের উপর নিষেধাজ্ঞা বহাল 

রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের অভিযোগে রিও দে জেনেইরো অলিম্পিকে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটদের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 10:54 AM
Updated : 21 July 2016, 10:54 AM

রাশিয়ার অ্যাথলেটদের মধ্যে ব্যাপকভাবে ডোপিং ছড়িয়ে যাওয়ার প্রমাণ পাওয়ার পর দেশটির অ্যাথলেটিক্স ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ)।

রাশিয়ার অলিম্পিক কমিটি (আরওসি) আর ৬৮টি জন অ্যাথলেট এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। তবে উভয় পক্ষের যুক্তি শোনার পর সিএএস নিষেধাজ্ঞা বহাল রাখে। 

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের দ্বিতীয় রিপোর্ট পাওয়ার পর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) রিও অলিম্পিকে রাশিয়ার সব প্রতিযোগীকেই নিষিদ্ধ করার পক্ষে ওঠা দাবি বিবেচনা করছে।

সিএএসের এক মুখপাত্র বলেন, “সিএএস প্যানেল নিশ্চিত করেছে, আরওসি রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটদের রিও ২০১৬ অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করতে পারবে না।”