‘ক্ষিপ্ত হয়ে’ অবসর মেসির

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার সময় লিওনেল মেসি ক্ষিপ্ত ছিলেন বলে মনে করেন রামিরো ফুনেস মোরি। আর্জেন্টিনার এই ডিফেন্ডারের আশা, সিদ্ধান্ত বদলে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড আবার জাতীয় দলে ফিরবেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2016, 07:51 AM
Updated : 20 July 2016, 07:51 AM

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর ফুটবল বিশ্বকে অবাক করে জাতীয় দল থেকে অবসর নেন মেসি। এর পর পেলে-দিয়েগো মারাদোনাসহ অনেকেই মেসিকে তার সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানান।

লিভারপুল ইকো পত্রিকাকে ফুনেস মোরি বলেন, “শুধু মেসির জন্যই নয়, আমাদের সবার জন্য বিষণ্ণ এক মুহূর্তে এটা বলা হয়েছিল (অবসরের ঘোষণা)। আমরা কাপ জিততে চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি। তবে আশা করি, উনি ফিরে আসার সিদ্ধান্ত নেবেন।”

“হয়ত তিনি এমন এক মুহূর্তে এটা বলেছিল, যখন তিনি ক্ষিপ্ত ছিল। ফুটবল, মানুষ আর সব কিছুর জন্য আমাদের এই ধরনের খেলোয়াড়ের প্রয়োজন আছে; কারণ, তারা ভিন্ন।”