রোনালদোর কাছে দুই ফাইনালে হারের হতাশা গ্রিজমানের

টানা দুটি ফাইনালে ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে হেরে যাওয়াটা ভীষণ হতাশার বলে জানিয়েছেন অঁতোয়ান গ্রিজমান। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও দল নিয়ে গর্বের কথা জানান ফ্রান্সের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2016, 08:28 AM
Updated : 12 July 2016, 11:47 AM

গত রোববার রাতে ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ে করা এদেরের গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় পর্তুগাল। সব শেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনালদোর রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল গ্রিজমানের আতলেতিকো মাদ্রিদ।

ক্লাব ও জাতীয় দলের হয়ে দুই ফাইনালে হারের হতাশা জানিয়ে গ্রিজমান বলেন, “এক মাসের একটু বেশি সময়ের মধ্যে আমি দুটি ফাইনালে হারলাম এবং এটা হতাশার।”

প্যারিসের সাঁ-দেনিতে ম্যাচের ‍শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। গ্রিজমান খেলেছেন পুরোটা সময়। ছয় গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হলেও ফ্রান্সের এই তারকা ফাইনালে প্রতিপক্ষের জাল খুঁজে পাননি। 

ম্যাচ জুড়ে পর্তুগালের আধিপত্য করলেও গোলের সুযোগগুলো নষ্ট হওয়ার প্রতিক্রিয়ায় গ্রিজমান বলেন, “আমরা সত্যিই (শিরোপার) খুব কাছাকাছি এসেছিলাম। পর্তুগাল খুব বেশি সুযোগ তৈরি করেনি কিন্তু তারা ছিল চৌকশ।”

অল্পের জন্য শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হওয়া আতলেতিকোর এই তারকা দল নিয়ে গর্বের কথাও জানান।

“এটা হতাশার। কিন্তু যেটা আমরা করেছি তাতে দল নিয়ে আমি গর্বিত। আসলে এই রাতটা আমাদের ছিল না।”