এদেরকে ইতিহাস গড়ার বিশ্বাস জুগিয়েছিলেন রোনালদো

চোটের কারণে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেনি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে মাঠের বাইরে থেকেও অধিনায়ক সতীর্থদের জুগিয়েছেন আত্মবিশ্বাস। পর্তুগালকে ইউরোর শিরোপা জেতানো গোল এদেরই করতে পারেন বলে নাকি ম্যাচের আগেই বলেছিলেন তারকা এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2016, 07:38 AM
Updated : 12 July 2016, 11:45 AM

ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জিততে রোনালদোর উপরই ভরসা করেছিল পর্তুগাল। কিন্তু দলের সেরা তারকা ২৫তম মিনিটে চোট নিয়ে চোখের জলে মাঠ ছাড়েন। 

সাঁ-দেনিতে রোববার রাতে বদলি হিসেবে মাঠে নামা লিলের স্ট্রাইকার এদেরের ১০৯তম মিনিটের গোলে ফ্রান্সকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা যেতে পর্তুগাল। 

ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারার বিশ্বাস রোনালদোই তাকে দিয়েছিলেন বলে জানান এদের। 

“রোনালদো আমাকে বলেছিল যে আমি হয়ত জয়সূচক গোলটি করতে পারব। এই আত্মবিশ্বাস সে-ই আমাকে দিয়েছে।”

২৮ বছর বয়সী এদের অবশ্য এই গোলের কৃতিত্ব পুরো দলকেই ভাগ করে দেন। 

“কিন্তু এই গোলের জন্য পুরো দলই কঠোর পরিশ্রম করেছে।”

বদলি হিসেবে নেমে ইউরোর ফাইনালে গোল করা ষষ্ঠ খেলোয়াড় এদের। এর আগে এই কীর্তি গড়েন জার্মানির অলিভার বিয়েরহফ, ফ্রান্সের সিলভাঁ উইলতর্দ ও দাভিদ ত্রেজেগে এবং স্পেনের হুয়ান মাতা ও ফের্নান্দো তরেস। 

এদের বলেন, “অভিনন্দন পাওয়াটা দারুণ। ডাক পাওয়ার সময় থেকেই আমি জানতাম যে আমার সুযোগ আসতে পারে। ফের্নান্দো সান্তোস আমার মান সম্পর্কে জানতেন। তিনি আমার উপর আস্থা রেখেছিলেন।”