রোমে অলিম্পিক হলে থাকবে ক্রিকেট

ইতালির রোম ২০২৪ অলিম্পিক আয়োজনের সুযোগ পেলে তাতে ক্রিকেটও থাকবে বলে জানিয়েছে দেশটির বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 03:04 PM
Updated : 1 July 2016, 03:04 PM

প্যারিস, লস অ্যাঞ্জেলস ও বুদাপেস্টের সঙ্গে ২০২৪ অলিম্পিক আয়োজনের দৌড়ে আছে রোম।

ইতালির ক্রিকেট বোর্ডের সভাপতি সিমোনে গাম্বিনো ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, “রোম অলিম্পিকের আয়োজন করলে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে। আয়োজক কমিটির কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি পেয়েছি আমরা।”

রোম ২০২৪ অলিম্পিক আয়োজন করার সুযোগ পেলে ক্রিকেট হতে পারে বোলোনিয়ায়। ২০১০ সালে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফোরের ম্যাচগুলো এখানে আয়োজন করা হয়েছিল।