অলিম্পিক অভিযানে মার্তিনোই আর্জেন্টিনা কোচ

আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিততে ব্যর্থ হলেও জেরার্দো মার্তিনো ব্রাজিলে রিও দে জেনেইরো অলিম্পিকে কোচ হিসেবে থাকছেন বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 06:02 PM
Updated : 28 June 2016, 06:02 PM

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে আর্জেন্টিনার হারের পর জাতীয় দলকে বিদায় বলে দেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি। সের্হিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানো, আনহেল দি মারিয়াও আর্জেন্টিনাকে বিদায় বলে দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

মার্তিনোর কোচের পদে থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। টুইটারে এএফএর দেওয়া একে বার্তায় সে প্রশ্নের উত্তর মিলল।

“আগামী সোমবার জেরার্দ মার্তিনো ও তার কোচিং স্টাফরা কাজে ফিরবেন। ২০১৬ সালের অলিম্পিকে যে অনূর্ধ্ব-২৩ দলটা যাবে, তাদের নিয়ে কাজ করবেন।”

আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও দে জেনেইরোতে শুরু হবে অলিম্পিকের পরের আসর।