সমালোচকদের পাত্তা না দিতে মেসিকে পরামর্শ আলভেসের

কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে গোল করতে না পারা লিওনেল মেসিকে সমালোচকদের পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ দানি আলভেস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 02:08 PM
Updated : 28 June 2016, 02:08 PM

টাইব্রেকারে চিলির কাছে ৪-২ গোলে হারের পর ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন হতাশ ও ব্যথিত মেসি।

এর আগে ২০০৭ ও ২০১৫ সালের কোপা আমেরিকাসহ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হারেন ৫৫ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি। 

বার্সেলোনা থেকে ইউভেন্তুসে নাম লেখানো ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেস বলেন, “আমি শেষটা দেখিনি কারণ, দেরি হয়ে গিয়েছিল এবং আমার কাজ ছিল। লিওর মহত্ত্ব কেউ সরিয়ে নিতে পারবে না।”

“তার সমালোচনা করা লোকের সংখ্যা অল্প এবং তাদের গুরুত্ব দেওয়া উচিৎ নয় তার।”

মেসির মতো একজনের বন্ধু হতে পারাটা আনন্দের উল্লেখ করে আলভেস বলেন, “যারা সম্মান করে অবশ্যই তাকে সেই মানুষদের সঙ্গে থাকতে হবে; যারা তাকে তাচ্ছিল্য করে তাদের সঙ্গে নয়।”