আইসল্যান্ডকে ‘সহজ’ ভেবে হেরেছে ইংল্যান্ড!

এবারই প্রথম ইউরো খেলতে আসা আইসল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। আন্তর্জাতিক টুর্নামেন্টে অনভিজ্ঞ দলটিকে সহজে হারানো যাবে ভাবাটাই ইংল্যান্ডের সর্বনাশ করেছে বলে মনে করেন আইসল্যান্ডের ডিফেন্ডার র‌্যাগনার সিগার্ডসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 01:56 PM
Updated : 28 June 2016, 01:56 PM

ফ্রান্সের নিসে গত সোমবার রাতে আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে আইসল্যান্ড।

এগিয়ে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে আইসল্যান্ডকে সমতায় ফেরানো গোলটি করা সিগার্ডসন বলেন, “যেটা গুরুত্বপূর্ণ তা হলো, ইংল্যান্ড ভেবেছিল এটা সহজ হবে। কিন্তু নিজেদের সামর্থ্যে আমাদের বিশ্বাস ছিল। অনেক শক্তি নিয়ে ইংল্যান্ড শুরুটা ভালো করেছিল। কিন্তু সমতা ফেরানো গোলে তারা হতাশ হয়েছিল এবং এর খানিক পরই দ্বিতীয় গোলটি হলো।”

“তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা কঠোর পরিশ্রম করেছে, কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে গোল করা সহজ নয়। তাদের বেশিরভাগ লং বলই আমরা বিপদমুক্ত করতে পেরেছি।”

সাঁ-দেনিতে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ আটে আইসল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স।

কোয়ার্টার-ফাইনালের ম্যাচ নিয়ে সিগার্ডসন বলেন, “ফ্রান্স হয়ত ইংল্যান্ডের মতো। এখনও তারা নিজেদের সেরা খেলাটা খেলেনি।… একইরকম একটি ম্যাচ হতে পারে।”