স্পেন-যন্ত্রণা কাটাতে পেরে উচ্ছ্বসিত কিয়েল্লিনি

২০০৮ সালের পর ২০১২-পর পর ইউরোর দুটি আসরে স্পেনের কাছে হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইতালিকে। এবার তার প্রতিশোধ নিতে পেরে দারুণ খুশি দেশটির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 10:37 AM
Updated : 28 June 2016, 10:38 AM

ফ্রান্সের সাঁ-দেনিতে গত সোমবার বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে ইতালি।

২০০৮ সালে এই স্পেনের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ইতালিকে। পরের বার ২০১২ ইউরোর ফাইনালে স্পেনের কাছে ৪-০ গোলে উড়ে গিয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল তাদের। এর পর ২০১৩ সালে ব্রাজিলে কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালে টাইব্রেকারে স্পেনের কাছে হেরেছিল তারা। 

তিনটি ম্যাচেই ইতালির শুরুর একাদশে থাকা কিয়েল্লিনি স্পেনের বিপক্ষে এবার দলের প্রথম গোলটি করেন।

ম্যাচ শেষে ইউভেন্তুসের এই ডিফেন্ডার বলেন, “আমাদের মধ্যে হয়ত কিছু একটা ছিল এবং এই চক্রটা শেষ করতে হতো আমাদের। এটা ভিয়েনা ও কিয়েভে শুরু হয়েছিল এবং ফোর্তালেসাতেও অব্যাহত থাকে।”

প্রতিশোধ নিতে পারার আনন্দে ভেসে যাচ্ছেন না কিয়েল্লিনি। এখন আরও কিছু পাওয়ার দিকে মনোযোগ দিতে চান তিনি।

“এটা ছোট একটি অর্জন। আমি তাদের সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতেই পছন্দ করতাম। কিন্তু ভাগ্য আমার জন্য একটি গোল জমা রেখেছিল এবং এখন আমরা জার্মানির বিপক্ষে ম্যাচ নিয়ে কাজ করব।”

“আমাদের অবশ্যই পা মাটিতে রাখতে হবে-শক্তির মতো নিজেদের দুর্বলতা নিয়েও সজাগ থাকতে হবে আমাদের।”

বোর্দোতে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ আটে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে খেলবে ইতালি।