সেরা খেলোয়াড় সানডে, সর্বোচ্চ গোল কেস্টারের

ফেডারেশন কাপে ব্যক্তিগত পারফরম্যান্সে বিদেশিরাই এগিয়ে। চ্যাম্পিয়ন আবাহনীর সানডে চিজোবা জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে হারা আরামবাগ ক্রীড়া চক্রের কেস্টার আকন হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 12:32 PM
Updated : 27 June 2016, 01:26 PM

২০০১ সালের পর আরামবাগকে ফেডারেশন কাপের ফাইনালে তোলার পথে ৪ গোল করেন কেস্টার। আবাহনীর নবম ফেডারেশন কাপ জয়ে দুই গোল অবদান রাখেন নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ফাইনালে লি টাকের একাদশ মিনিটে করা গোলে আরামবাগকে হারিয়ে ফেডারেশন কাপ জয় করে আবাহনী। ২০১১-১২ মৌসুমের পর আবাহনীকে প্রথম শিরোপা জেতানো ইংল্যান্ডের এই মিডফিল্ডার হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়।

ফেনী সকারের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে লক্ষ্যভেদ করে গোলের খাতা খোলেন কেস্টার। প্রথম কোয়ার্টার-ফাইনালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে টাইব্রেকারে হারানো ম্যাচে এক গোল করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ১৫ বছর পর আরামবাগের ফেডারেশন কাপের ফাইনালে ওঠায় দারুণ অবদান কেস্টারের। সেমি-ফাইনালে টিম বিজেএমসিকে ৩-১ ব্যবধানে হারানো ম্যাচে জোড়া গোল করেন তিনি।

দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৩ গোল টিম বিজেএমসির ফরোয়ার্ড মেহেদী হাসান তপুর। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ডিফেন্ডার ইয়াসিন খান করেন ২ গোল।
নির্ভরযোগ্য ফরোয়ার্ডদের মধ্যে জুয়েল, জীবনরা প্রত্যাশিত খেলা খেলতে পারেননি। জাতীয় দলে খেলা আবাহনীর ফরোয়ার্ড জীবন গোলের খাতাই খুলতে পারেননি; তার ক্লাব সতীর্থ জুয়েল একবার প্রতিপক্ষের জালের নাগাল পান।