পিএসজি ছাড়লেন লরাঁ ব্লাঁ

পিএসজিকে টানা তিন বার ফরাসি লিগ জেতানো কোচ লরাঁ ব্লাঁর সঙ্গে সম্পর্কছিন্ন করেছে ফ্রান্সের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 12:21 PM
Updated : 27 June 2016, 12:21 PM

২০১৩ সালের জুনে কোচ হিসেবে যোগ দেওয়া ব্লাঁর অধীনে গত তিন বছরে ঘরোয়া ফুটবলে দুর্দান্ত সময় কাটে পিএসজির। এই সময়ে তিনটি লিগসহ মোট ১১টি শিরোপা জেতে দলটি।

গত ফেব্রুয়ারিতে দুই বছরের নতুন চুক্তিতেও সই করেন ব্লাঁ। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতায় যেন কাল হলো। এই তিন বছরে প্রতিবারই ইউরোপ সেরার লড়াইয়ের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে পিএসজি।

এই মাসের শুরুতে ক্লাবের সভাপতি নাসের আল-খলিফা ব্যর্থতা কাটাতে ‘বড় পরিবর্তনের’ আভাস দিয়েছিলেন। গত তিন বছরে দলে অসামান্য অবদানের জন্য ব্লাকেঁ ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ।

গনমাধ্যমের খবর অনুযায়ী, ব্লাঁর উত্তরসূরি হিসেবে যোগ দিতে পারেন সেভিয়ার কোচ উমাই এমেরিকে। স্পেনের ক্লাবটিকে টানা তিন বার ইউরোপা লিগ জিতিয়েছেন এই ইতালিয়ান কোচ।