মেসিকে আর্জেন্টিনা দলে খেলতে দেখতে চান ব্রাভো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা লিওনেল মেসি পুনর্বিবেচনা করবেন বলে আশা করছেন চিলির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। আর্জেন্টিনা অধিনায়ককে জাতীয় দলের হয়ে খেলে যেতে দেখতে চান তার এই বার্সেলোনা সতীর্থ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 10:59 AM
Updated : 27 June 2016, 11:09 AM

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে চিলি।

ফুটবল বিশ্বকে হতবাক করে ম্যাচ শেষে অবসর নেওয়ার ঘোষণা দেন টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে গোল করতে না পারা মেসি। 

টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জেতা চিলির অধিনায়ক ব্রাভো স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে মেসিকে নিয়ে বলেন, “আমার মতে সে বিশ্বের সেরা খেলোয়াড়, ইতিহাসের সেরা খেলোয়াড়ও।”

“সে কোন মানের মানুষ তা আমরা খুব ভালোভাবেই জানি।…আমি আশা করি, আর্জেন্টিনার হয়ে সে অনেক বছর খেলে যাবে।”

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে সবার বুঝতে হবে বলেও মনে করেন ব্রাভো। 

“তার খেলা উপভোগ করতে হবে তাদের, তাকে মূল্য দিতে হবে এবং বুঝতে হবে।”

“এটা দলীয় খেলা, আপনি যখন জেতেন তখন সবাই জেতে এবং হারলে সবাই হারে।”