‘আবার হারাটা অনেক বেশি কষ্টের’

টানা দুটি ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার হতাশায় পুড়ছে পুরো আর্জেন্টিনা দল। কোচ জেরার্দো মার্তিনোর কাছে এটা ‘অনেক বেশি কষ্টের’।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 07:51 AM
Updated : 27 June 2016, 11:11 AM

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ফাইনালে নির্ধারিত আর অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতে চিলি। গত বছরের ফাইনালে এই চিলির কাছে টাইব্রেকারেই হেরে লম্বা শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার।

২০১৪ বিশ্বকাপের পর ২০১৫ সালের কোপা আমেরিকা, আর এবার কোপা আমেরিকার শতবর্ষী আসর-টানা তিন বছরে তিনটি ফাইনালে হারল ১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপার মুখ না দেখা আর্জেন্টিনা।

সব শেষ দুটি ফাইনালে আর্জেন্টিনার ডাগআউটে থাকা মার্তিনো বলেন, “কষ্ট আছে। আবার হেরে যাওয়াটা এত বড় কষ্ট যে ভিন্ন জায়গায় থাকবে।”

“আমি একমত যে, কাপ জিততে না পারাটা হতাশার। অনেক প্রত্যাশা ছিল। কিন্তু খেলোয়াড়দের চেষ্টা করে না যাওয়ার কোনো কারণ নেই। তারা এটা সততা আর উদ্যমের সঙ্গেই করে। আর তারা এটা ভালোভাবেই করে।”