‘বাজে দলগুলোর একটি পর্তুগাল’

পর্তুগাল এবারের ইউরোর বাজে দলগুলোর একটি বলে দাবি করেছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ভেদরান চরলুকা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 09:22 AM
Updated : 26 June 2016, 11:24 AM

ফ্রান্সের লঁসে গত শনিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় ইভান রাকিতিচ, লুকা মদ্রিচ, মারিও মানজুকিচের মতো তারকাসমৃদ্ধ ক্রোয়েশিয়া।

গ্রুপ পর্বে খেলা তিনটি ম্যাচেই ড্র করেছিল পর্তুগাল। আর শেষ ষোলোর ম্যাচটিও নির্ধারিত ৯০ মিনিটে জিততে পারেনি তারা। 

শেষ আটে পর্তুগালের কাছে হেরে যাওয়ার পর চরলুকা বলেন, “পর্তুগাল তুরস্ক আর চেকদের চেয়েও দুর্বল দল।”

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া তুরস্ককে ১-০ গোলে হারিয়েছিল; আর চেক প্রজতান্ত্রের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।
চরলুকা বলেন, “আমার কাছে কোন হারটি বেশি কষ্টের, ২০০৮ সালে তুরস্কের বিপক্ষে, নাকি এটা? ২০০৮ সালে ভিয়েনায় কোয়ার্টার-ফাইনালের হারটিই বেশি কষ্টের ছিল।”