ইতালিকে হারানো কঠিন হবে: ফাব্রেগাস

ইউরোর শেষ ষোলোতে ইতালিকে হারানো কঠিন হবে বলে মনে করেন স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 11:33 AM
Updated : 25 June 2016, 11:50 AM

ফ্রান্সের সাঁ-দেনিতে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট স্পেন ও ইতালি।

২০১২ সালের ফাইনালে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল স্পেন।

এবার শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে গাজেত্তা ওয়ার্ল্ডকে ফাব্রেগাস বলেন, “ইতালির বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তারা প্রতিদ্বন্দ্বিতাময় এবং তাদের অনেক অভিজ্ঞতা আছে। একটি টুর্নামেন্ট জিততে যা লাগে তা তাদের আছে।”

“২০১২ সালের ফাইনালটি পাশে সরিয়ে রাখলে আজ্জুরিদের বিপক্ষে ম্যাচগুলো সব সময়ই পঞ্চাশ-পঞ্চাশ হয় বলে তাদের হারানো কঠিন হবে।”

ইতালির ইউরো অভিযান শেষে ফাব্রেগাসের ক্লাব চেলসির কোচের দায়িত্ব নেবেন আন্তোনিও কোন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হবু কোচের প্রশংসা করেন ফাব্রেগাস।

“তিনি দারুণ এক কোচ এবং একজন বিজয়ী। চেলসিতে কী করতে চান সেই বিষয়ে তিনি আমাকে বলেছেন, কিন্তু এটা এখন গোপনই থাকবে।”

চেলসিতে কোন্তের সঙ্গে কাজ শুরুর আগে ইউরোতে তার দল ইতালিকে হারাতে চাওয়ার কথাও বলেন ফাব্রেগাস।

“আমি সত্যি তার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু আমি চাই, যত দ্রুত সম্ভব তিনি চেলসিতে মনোযোগ দিন। আশা করি, এটা মঙ্গলবার (স্পেন-ইতালি ম্যাচের পরের দিন) থেকেই শুরু হবে!”