বার্সার হয়ে আরও চ্যালেঞ্জ জিততে চান মেসি

বার্সেলোনার হয়ে সব শিরোপা একাধিকবার জেতা লিওনেল মেসির সাফল্য ক্ষুধা আগের মতোই আছে। কাতালান ক্লাবটির হয়ে আরও সাফল্য অর্জনের লক্ষ্য পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলারের। যতদিন সম্ভব এখানেই থাকতে চান শুক্রবার ২৯তম জন্মদিন পালন করা এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2016, 04:12 PM
Updated : 24 June 2016, 04:12 PM

২০০৪ সালে অভিষেকের পর থেকে বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জিতেছেন মেসি। এই সময়ে ক্লাব ও লা লিগার সর্বোচ্চ গোল করাসহ গড়েছেন আরও অনেক রেকর্ড।

অনেকের মতেই বর্তমানের সেরা ফুটবলারের আশা, কাম্প নউয়ে তিনি আরও অনেক সাফল্য পাবেন।

“শারীরিক ও মানসিকভাবে আমি খুব ভালো বোধ করছি। মাঠে নামলে সবসময়ই আমার খুব ভালো লাগে।”

“সব সময় বলেছি, বার্সেলোনায় আমি ভালো আছি এবং যতদিন ক্লাব ও মানুষ চাবে আমি, তত দিন আমি তাদের নতুন চ্যালেঞ্জ জিততে সাহায্য করব।”

“চোট সমস্যা না থাকলে এবং ভাগ্য সহায় হলে, আরও অনেক বছর আমি খেলে যেতে চাই,” যোগ করেন আর্জেন্টিনার অধিনায়ক।

শুক্রবার ২৯ বছর পূর্ণ করা মেসি দেশের হয়ে প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।