আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সমালোচনায় মেসি

আর্জেন্টিনা দলের নিউ জার্সিতে যাওয়ার ফ্লাইটে দেরি হওয়ায় লিওনেল মেসি বেশ হতাশ হয়েছেন। এর জন্য দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনাও করেছেন তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2016, 09:07 AM
Updated : 24 June 2016, 09:07 AM

গত বৃহস্পতিবার আর্জেন্টিনা দল বিমানে করে হিউস্টন থেকে নিউ জার্সিতে যায়। বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৬টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির মুখোমুখি হবে জেরার্দো মার্তিনোর দল। 

ফ্লাইট দেরি হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনা অধিনায়ক মেসি তার হতাশা প্রকাশ করেন। 

“গন্তব্যের জন্য যাত্রায় আরও একবার বিমানে দেরি। এএফএর কী ব্যর্থতা। হায় ঈশ্বর!”

মেসির এই সমালোচনার পর এএফএ এক বিবৃতিতে জানায়, আবহাওয়ার সমস্যার কারণেই ফ্লাইট দেরি হয়েছে। ফ্লাইটের সব সূচি কোপা আমেরিকার শতবর্ষী আসরের আয়োজকরা করছে বলেও উল্লেখ করে তারা।