ফাইনালে ‘ভিন্ন’ আর্জেন্টিনার সামনে চিলি

যাদের কাছে হেরে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু করেছিল, ফাইনালে সেই আর্জেন্টিনারই মুখোমুখি হচ্ছে চিলি। তবে দেশটির কোচ হুয়ান আন্তোনিও পিস্সি মনে করেন, শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ‘ভিন্ন’ এক আর্জেন্টিনার দেখা পাবেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 02:01 PM
Updated : 23 June 2016, 02:01 PM

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। 

গত বছর ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল চিলি। এবার অবশ্য গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জেরার্দো মার্তিনোর দলের কাছে ২-১ গোলে হারে তারা। 

ফুটবল বিশ্বে আলোচনা চলছে, আরও একবার কি চিলি ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারবে, নাকি মার্তিনোর দল প্রতিশোধ নেবে? 

ফাইনালে ওঠার পর চিলির আর্জেন্টাইন কোচ বলেন, “আমরা এই ম্যাচে ভালো ফর্ম আর শক্তিশালী হয়ে এসেছি। কিন্তু তারা ভিন্ন হবে, আরও শক্তিশালীও। এটা কঠিন। কিন্তু আমরা বিজয়ী।”

কলম্বিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসান পিস্সি। 

“এটা বিজয়ীদের একটি দল। এই খেলোয়াড়দের মূল গুণ হলো তারা বিজয়ী।”