আতলেতিকোয় যোগ দিচ্ছেন আর্জেন্টিনার গাইতান

বেনফিকা থেকে আতলেতিকো মাদ্রিদে যাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার নিকোলাস গাইতান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2016, 10:12 AM
Updated : 17 June 2016, 10:12 AM

আতলেতিকো বৃহস্পতিবার জানায়, কোপা আমেরিকার পর পর্তুগিজ ক্লাবটি থেকে গাইতান স্পেনে আসবেন। বেনফিকাও খবরটি নিশ্চিত করে। 

আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে কিনতে আড়াই কোটি ইউরো খরচ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার্সআপ আতলেতিকোর। ২০১০ সালে বোকা জুনিয়র্স থেকে বেনফিকায় যোগ দেওয়া গাইতান বর্তমানে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন।

২৮ বছর বয়সী গাইতান গত মৌসুমে বেনফিকার হয়ে মোট ৩৭ ম্যাচ খেলেন। দলকে টানা তৃতীয় বছরের মতো লিগ ও কাপ ডাবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচ খেলে দুটি গোল করা গাইতান বেনফিকার হয়ে মোট ১০টি শিরোপা জেতেন।