আয়ে সবাইকে ছাড়িয়ে ইংলিশ ফুটবল

নতুন টিভিস্বত্ব চুক্তির পর ইংলিশ প্রিমিয়ার লিগের আয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২০১৪-১৫ মৌসুমে অন্য যে কোনো লিগের চেয়ে বেশি আয় করেছে ইংল্যান্ডের সেরা লিগের ক্লাবগুলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 04:08 PM
Updated : 2 June 2016, 04:08 PM

বৃহস্পতিবার পরামর্শক প্রতিষ্ঠান ডেলোয়েট জানায়, ইপিএলসহ ইংল্যান্ডের অন্যান্য লিগ মিলিয়ে ৯২টি লিগ ক্লাবের ২০১৪-১৫ মৌসুমের মোট আয় প্রথমবারের মতো ৪০০ কোটি পাউন্ড ছাড়িয়েছে।

এই রেকর্ড আয়ের মূলে ছিল প্রিমিয়ার লিগের এ যাবৎকালের সর্বোচ্চ টিভি স্বত্বের চুক্তি। যার মাধ্যমে ইংলিশ ফুটবলের সেরা এই প্রতিযোগিতার ক্লাবগুলো ২০১৪-১৫ মৌসুমে মোট ৩৩০ কোটি পাউন্ড আয় করে।

ইপিএলের এই রেকর্ড আয় ভবিষ্যতে আরও ছাড়িয়ে যাওয়ারও জোর সম্ভাবনা রয়েছে।

প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের বেতনও নতুন রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো খেলোয়াড়েরা ২০০ কোটি পাউন্ডের বেশি আয় করেছে।

প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় জার্মানির লিগ বুন্দেসলিগার; ১৫০ কোটি পাউন্ড।

ডেলোয়েটের হিসাব অনুযায়ী ইউরোপের সেরা পাঁচ লিগ ইপিএল, বুন্দেসলিগা, লা লিগা, সেরি আ ও লিগ ওয়ানের মোট আয় ৯২০ কোটি পাউন্ড। এটাও নতুন রেকর্ড।