ইউনাইটেডের সঙ্গে র‌্যাশফোর্ডের নতুন চুক্তি

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি করেছেন মার্কাস র‌্যাশফোর্ড। ২০২০ সালের জুন মাস পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে থাকবেন ইংল্যান্ডের তরুণ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 03:04 PM
Updated : 30 May 2016, 03:04 PM

র‌্যাশফোর্ডের সঙ্গে নতুন চুক্তি করার বিষয়টি সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানায় ইউনাইটেড।

ইউনাইটেডের মূল দলে ১৮ বছর বয়সী র‌্যাশফোর্ডের অভিষেক হয় এ বছরেই। গত ফেব্রুয়ারির সেই ম্যাচে তার জোড়া গোলেই ডেনমার্কের দল মিটজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছিল ইউনাইটেড।

সদ্য শেষ হওয়া মৌসুমে ইউনাইটেডের হয়ে ১৮টি ম্যাচ খেলে ৮ গোল করেন র‌্যাশফোর্ড।

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষণা করা ইংল্যান্ডের ২৬ জনের দলেও আছেন র‌্যাশফোর্ড। গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল পান তিনি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে (১৮ বছর ২০৮ দিন)) অভিষেকে গোল পাওয়ার রেকর্ডও এটা।

র‌্যাশফোর্ড বলেন, “নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের হয়ে ফুটবল খেলতে পারাটা আমার ও আমার পরিবারের কাছে সব কিছু।”

নতুন চুক্তি অনুযায়ী র‌্যাশফোর্ডের সাপ্তাহিক বেতন ২০ হাজার পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।