উড়িষ্যায় পঞ্চম জিয়া

ভারতের উড়িষ্যায় কেআইআইটি ইন্টারন্যাশনাল দাবা ফেস্টিভ্যালে অপরাজিত থেকে পঞ্চম হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 02:22 PM
Updated : 30 May 2016, 02:22 PM

১০ রাউন্ডের টুর্নামেন্টে পাঁচটি করে জয় ও ড্র নিয়ে সাড়ে ৭ পয়েন্ট পেয়েছেন জিয়া।
 
উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে সোমবার শেষ রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ ভুবনেশ্বরকে হারান জিয়া।
 
শেষ রাউন্ডের বাংলাদেশের নাসির আহমেদ ভারতের পিসি আয়ার আকাশের সঙ্গে ড্র করেন। ৬ পয়েন্ট নিয়ে ৫৪তম স্থানে থেকে এ আসর শেষ করেন তিনি।
 
১০ম রাউন্ডে ভারতের শেলকা শংকরশার সঙ্গে ড্র করে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ৭৩তম হয়েছেন বাংলাদেশের আমিনুল ইসলাম। 
 
আগের রাউন্ডে ড্র করে আসা জোয়ার হক প্রধান ১০ম রাউন্ডে স্বাগতিক দেশের অনিরুদ্ধ দেশপান্ডের কাছে হেরে ৫ পয়েন্ট নিয়ে ১০৩তম হয়েছেন। টাইব্রেকিংয়ে ৫ পয়েন্ট নিয়ে ইউনুস হাসান হয়েছেন ১১১তম।
 
সোহেল চৌধুরী দশম রাউন্ডে স্বাগতিক দেশের রিশাব শাহর কাছে হারেন। ৪ পয়েন্ট নিয়ে ১৪৬তম হয়েছেন।
 
ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার ইশা শর্মার কাছে নবম রাউন্ডে হারা মোহাম্মদ সিরাজুল কবির শেষ রাউন্ডে একই দেশের মহিলা ফিদে মাস্টার রুতুম্বারা বিদ্যার সঙ্গে ড্র করেছেন। ৪ পয়েন্ট নিয়ে ১৫৫তম হয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু।
 
বাংলাদেশের অন্য দাবাড়ুদের মধ্যে জামিল উদ্দিন সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ১৪২তম এবং রুবেল পারভেজ সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ১৭৩তম হয়েছেন।
 
নুরুল ইসলাম মাহিন ৩ পয়েন্ট নিয়ে ১৮০তম এবং মোহাম্মদ কায়সার আলি সমান পয়েন্ট নিয়ে ১৮৭তম হয়েছেন।
 
২.৫ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে আবুল কাশেম ১৯২তম, রাজু আহমেদ ১৯৪তম এবং ২ করে পয়েন্ট নিয়ে জান্নাতুল ফেরদৌস ১৯৮তম ও আজিজুল হক ২০০তম হয়েছেন।