সেরে উঠছেন মেসি

পিঠের চোট কাটিয়ে সেরে ওঠার প্রক্রিয়ায় লিওনেল মেসির ভালো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার দলের চিকিৎসক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 12:43 PM
Updated : 29 May 2016, 12:43 PM

বাংলাদেশ সময় শনিবার ভোরে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচের ৬৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লাগে তার।

টিভি ক্যামেরায় ট্রেইনারদের মাঠে পড়ে থাকা মেসির পিঠের নিচের দিকে শুশ্রূষা করতে দেখা যায়। কয়েক মিনিট পরিচর্যা শেষে যন্ত্রণাকাতর মুখে ধীরে ধীরে মাঠ ছাড়েন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।

পরে ডাক্তারি পরীক্ষায় মেসির পিঠের নিচের দিকে ও একই জায়গার পাঁজরে চোট ধরা পড়ার খবর জানায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কোচ জেরার্দো মার্তিনো ম্যাচ শেষে জানিয়েছিলেন, দলের সেরা তারকার পিঠের নিচের দিকে মারাত্মক গুঁতো লেগেছে।

সমর্থকদের মাঝে স্বাভাবিকভাবেই তাই মহাদেশীয় সেরা টুর্নামেন্টে প্রিয় তারকার খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা জাগে। তবে চিকিৎসক দানিয়েল মার্তিনেসের কথায় আশায় বুক বাঁধতে পারেন আর্জেন্টিনা ফুটবলপ্রেমীরা।

“মেসি ভালো আছে, তার ব্যথা এখন কম।”

মূল প্রতিযোগিতায় নামার আগে অবশ্য এখনও বেশ কিছু দিন সময় পাচ্ছেন মেসি। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে আগামী ৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।