জুনিয়র অ্যাথলেটিক্সে এবারও সেরা বিকেএসপি

১৬টি সোনা, ১২টি রুপা ও ছয়টি ব্রোঞ্জসহ ৩৪টি পদক নিয়ে এবারও জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 07:05 PM
Updated : 28 May 2016, 07:05 PM

জুনিয়র অ্যাথলেটিক্সের গত আসরে ২২টি সোনা, আটটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ ৩২টি পদক জিতেছিল তারা।

জুনিয়র অ্যাথলেটিক্সের ৩২তম আসরে ছয়টি সোনা, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ ১১টি পদক নিয়ে এবার দ্বিতীয় হয়েছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ও শেষ দিনে কিশোর বিভাগের দ্রুততম মানব হয়েছেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার উজ্জ্বল চন্দ্র সুত্রধর। আর কিশোরী বিভাগে সেরার মুকুট পরেছেন বিকেএসপির তানজিলা আক্তার।

১০.৮৩ সেকেন্ডে দৌড় শেষ করেন উজ্জ্বল আর সবার ওপরে থেকে ১০০ মিটার শেষ করতে তানজিলা সময় নেন ১৩.১০ সেকেন্ড।

২০০ মিটারে বিকেএসপির জহির রায়হান ২১.৫৫ সেকেন্ড দৌড় শেষ করে নতুন রেকর্ড গড়েন। কিশোরীদের ২০০ মিটারে বিকেএসপির দিশা সুলতানা ২৫.৬০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন।    

বালিকা বিভাগের ৪০০ মিটারে ১ মিনিট ০.৬৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন বিকেএসপির শিউলি খাতুন।

বালিকা বিভাগের হাই জাম্পে বিকেএসপির জান্নাতুল (১.৪১ মিটার),  লং জাম্পে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার  সাদিয়া খানম (৫.২১ মিটার), বালক বিভাগের শট পুটে নড়াইলের হাফিজুর রহমান (১২.৫৯ মিটার) এবং কিশোর বিভাগের শট পুটে নড়াইলের তন্ময় (১২.৬২ মিটার) সেরা হয়েছেন।