চিলির ভাবনায় শুধুই আর্জেন্টিনা ম্যাচ 

চিলি আপাতত কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ নিয়েই ভাবছে। জ্যামাইকার কাছে হেরে যাওয়া প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে মূল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 12:22 PM
Updated : 28 May 2016, 12:23 PM

নিজেদের মাঠে বাংলাদেশ সময় শনিবার ভোরে হওয়া প্রীতি ম্যাচে জ্যামাইকার কাছে ২-১ গোলে হারে চিলি। অন্য দিকে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে গনসালো হিগুয়াইনের গোলে হন্ডুরাসকে ১-০ গোলে হারায় গতবারের রানার্সআপ আর্জেন্টিনা।
 
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটি জয় পাওয়া চিলির ডিফেন্ডার গারি মেদেল বলেন, “এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতি নিতে সাহায্য করে। এগুলোর এত বেশি গুরুত্ব নেই। যেটা গুরুত্বপূর্ণ তা হলো আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি। তাই আমাদের এভাবে প্রস্তুত হতে হবে যেন জয় পাই।”
 
“আমরা (জ্যামাইকার বিপক্ষে) সুযোগগুলো কাজে লাগাতে পারতাম। বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে আমাদের। কারণ, আমরা শিথিল হতে পারি না, আমাদের শতভাগ মনোযোগী থাকতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের ভালোভাবে শুরু করতে হবে।”
 
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু হবে আগামী ৩ জুন। ৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চিলির অভিযান। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।