পেলের প্রিয় খেলোয়াড় মেসি

সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে পেলের পছন্দের তালিকায় সবার উপরে আছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 10:20 AM
Updated : 26 May 2016, 10:20 AM

সম্প্রতি তার জীবন অবলম্বনে তৈরি একটি সিনেমার প্রচার করতে মিলানে গিয়েছিলেন পেলে।

কিংবদন্তি ফুটবলার পেলে মিলানে ইতালির ক্রীড়া দৈনিক গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে বলেন, “এটা খুব কঠিন। কারণ, সব সময়ই বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে আমার সঙ্গে তুলনা হয়ে আসছে।”

“প্রথম ছিল (আলফ্রেদো) দি স্তেফানো, এর পর (ইয়োহান) ক্রুইফ, (ফ্রাঞ্জ) বেকেনবাওয়ার, ববি চার্লটন, (দিয়েগো) মারাদোনা এবং এখন মেসি। লিওকেই আমি সবচেয়ে পছন্দ করি-সে সবচেয়ে নিখুঁত।”

সময়ের সেরা তিন খেলোয়াড় নিয়ে পেলে বলেন, “মেসি আমার প্রিয় খেলোয়াড়। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো আর নেইমারও ভালো। পরিবর্তিত ফুটবলে তাদের ভিন্ন স্টাইল আছে।”

গত বিশ্বকাপে দেশের মাটিতে সেমি-ফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে উড়ে যাওয়া নিয়ে ৭৫ বছর বয়সী পেলে বলেন, “গত বিশ্বকাপটা খুব দু:খজনক ছিল। জার্মানির কাছে ৭ গোল খেয়েছি আমরা। হারাটা তাও মানা যায়, কিন্তু সাত গোল খাওয়াটা অনেক বেশি।”