কোপা আমেরিকায় গোললাইন প্রযুক্তি

কোপা আমেরিকার শতবর্ষী আসরে গোললাইন প্রযুক্তি ব্যববহার করা হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 09:08 AM
Updated : 26 May 2016, 09:09 AM

কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম এই প্রযুক্তি ব্যবহার করার কথা জানায় আয়োজকরা।

৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরের জন্য ১০টি স্টেডিয়ামে হক-আই প্রযুক্তি বসানো হবে।

আগামী ১০ জুন থেকে ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপেও হক-আই প্রযুক্তি ব্যবহার করা হবে।

২০১৪ বিশ্বকাপের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ ও জার্মানির বুন্দেসলিগায় এরই মধ্যে হক-আই ব্যবহার করা হয়েছে।

কনমেবল বা কনকাকাফ অঞ্চলের কোনো টুর্নামেন্টে এবারই প্রথম গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর এবারই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশে হচ্ছে কোপা আমেরিকার আসর।