আর্সেনালে সুইস মিডফিল্ডার জাকা

বরুসিয়া মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার গ্রানিত জাকাকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। চুক্তির মেয়াদের বিষয়ে অবশ্য এখনও কিছু জানায়নি আর্সেনাল কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 02:15 PM
Updated : 25 May 2016, 06:42 PM

ট্রান্সফার ফির বিষয়েও কোনো দলই কিছু জানায়নি। তবে গণমাধ্যমের খবর, সাড়ে তিন কোটি পাউন্ডের বিনিময়ে জাকাকে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

সুইজারল্যান্ডের হয়ে ৪১ ম্যাচ খেলা জাকা আর্সেনালের সঙ্গে চুক্তি করে দারুণ খুশি।

“আর্সেনালে যোগ দিতে পেরে আমি খুবই গর্বিত। লন্ডনে যেতে, বিশেষ এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে এবং প্রিমিয়ার লিগে খেলতে আমার তর সইছে না। আর্সেনালকে শিরোপা জিততে সাহায্য করতে ও সমর্থকদের খুশি করতে আমি সবকিছু করবো।”

বুন্দেসলিগায় ১০৮ ম্যাচ খেলে ৬ গোল করা জাকা ইউরো ২০১৬ শেষে আর্সেনালে যোগ দেবেন। আগামী ১০ জুন থেকে ১০ জুলাই ফ্রান্সে হবে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।