আর্জেন্টিনার অলিম্পিক দলে দিবালা

২০১৬ অলিম্পিকের প্রাথমিক দলে ইউভেন্তুসের ফরোয়ার্ড পাওলো দিবালাকে রেখেছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 01:35 PM
Updated : 25 May 2016, 01:35 PM

দিবালা অবশ্য সম্প্রতি জানান, তার ক্লাব ইউভেন্তুস তাকে রিও দে জেনেইরোর অলিম্পিকে খেলতে দেবে না। কারণ কাছাকাছি সময়ে শুরু হবে সেরি আর আগামী মৌসুম।

এর আগে কোপা আমেরিকার প্রাথমিক দলে থাকলেও ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাননি এ মৌসুমে ইউভেন্তুসের হয়ে ২৩ গোল করা দিবালা।

৩৫ সদস্যের অলিম্পিক প্রাথমিক দলে ইন্টার মিলানের অধিনায়ক মাউরো ইকার্দিকে রেখেছেন মার্তিনো। এছাড়া আতলেতিকো মাদ্রিদের লুসিয়ানো ভিয়েত্তো ও সাও পাওলোর জোনাথান কালেরি ডাক পেয়েছেন। 

অলিম্পিক ফুটবলে মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারের দল খেলে। তবে কোচ চাইলে ২৩ বছরের উপরে তিন জনকে খেলাতে পারেন।

সে হিসেবে এভারটনের ফুনেস মোরি ও ভিয়ারিয়ালের মাতেও মুসাচিওকে দলে রেখেছেন মার্তিনো।