কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা চোট পাওয়া সুয়ারেসের

লুইস সুয়ারেসের হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশি) চোট ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে উরুগুয়ের এই ফরোয়ার্ডের কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা বাতিল করেনি ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 04:13 PM
Updated : 23 May 2016, 04:13 PM

রোববার রাতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার কোপা দেল রে জয়ের ম্যাচে চোট পান সুয়ারেস। ৫৬তম মিনিটে পেশিতে চোট পেয়ে সতীর্থ আর দলের চিকিৎসকদের সাহায্যে মাঠ ছাড়েন তিনি।

পরে বেঞ্চে গিয়ে বসার পর হতাশ সুয়ারেস কান্নায় ভেঙে পড়েন। আগামী জুন মাসে কোপা আমেরিকায় খেলতে না পারার শঙ্কাতেই সুয়ারেস কেঁদে ফেলেন বলে ধারণা করা হচ্ছে। তবে সোমবারের মেডিক্যাল পরীক্ষার পর জাতীয় দলের হয়ে মহাদেশ সেরা প্রতিযোগিতায় খেলার স্বপ্ন দেখতেই পারেন এ মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৩ ম্যাচে ৫৯ গোল করা এই তারকা।

বার্সেলোনা বিবৃতিতে জানায়, ডাক্তারি পরীক্ষায় সুয়ারেসের ডান পায়ে চোট ধরা পড়েছে। ক্লাবেই সেরে ওঠার প্রক্রিয়ার প্রথম ধাপ পার করবেন তিনি।

১ জুন যুক্তরাষ্ট্রে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার এবং ওখানেই তার সেরে ওঠার দ্বিতীয় ধাপ চলবে।

আগামী ৩ জুন শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকায় উরুগুয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন, মেক্সিকোর বিপক্ষে।