প্রতিপক্ষের আঘাতে ফুটবলারের মৃত্যু

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে একটি ম্যাচ চলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের আঘাতে মৃত্যু হয়েছে দেশটির ২৪ বছর বয়সী এক খেলোয়াড়ের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 02:30 PM
Updated : 23 May 2016, 02:31 PM

অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ক্লাব সান হোর্হে দে ভিয়া এলিসা ও দেফেনসোরেস দে কোলনের মধ্যে ম্যাচে। প্রাণ হারানো খেলোয়াড়ের নাম মাইকেল ফাভরে।

বল পায়ে ছুটতে থাকা অবস্থায় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান ফাভরে। তাল হারিয়ে ফেলা প্রতিপক্ষের ওই খেলোয়াড়ের হাঁটু দুর্ঘটনাবশত ফাভরের মাথায় আঘাত করে।

তবে সে আঘাত কাটিয়ে উঠে ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ান ফাভরে এবং তর্ক জুড়ে দেন। ওই সময় দেফেনসোরেসের আরেক খেলোয়াড় ছুটে এসে তাকে আঘাত করলে পড়ে যান ফাভরে। এবারও ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফাভরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা।