এক দফা পিছিয়ে ফেডারেশন কাপ শুরু ১০ জুন

আগামী ১০ জুন শুরু হবে ফেডারেশন কাপ। এক দফা পেছানোর পর নতুন এই তারিখ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 02:28 PM
Updated : 23 May 2016, 02:28 PM

পেশাদার লিগ কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মে শুরু হওয়ার কথা ছিল ফেডারেশন কাপ। প্রিমিয়ার লিগ শুরুর কথা ছিল ১০ জুন।

কমিটির সোমবারের সভায় প্রিমিয়ার লিগের নতুন তারিখও ঘোষণা করা হয়েছে। এক মাসেরও বেশি সময় পিছিয়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১৫ জুলাই।

আগামী জুনে জাতীয় দল এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফে ওঠার ম্যাচ খেলবে তাজিকিস্তানের সঙ্গে। প্লে-অফে আগামী ২ জুন দুশানবে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ।

প্লে-অফ ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় ক্লাবগুলো জাতীয় দলে খেলা খেলোয়াড়দের ছাড়া ফেডারেশন কাপ খেলতে আপত্তি জানায়। এ কারণেই ফেডারেশন কাপ পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কমিটি।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট-এই পাঁচ ভেন্যুতে পেশাদার লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা পেশাদার লিগ কমিটির। এর আগে জামালপুর বিবেচনায় থাকলেও সেটা বাদ দেওয়া হয়েছে।