‘মহামূল্যবান’ গোলের কৃতিত্ব মেসির

পুরো মৌসুমে গোল পাননি জরদি আলবা। শেষ ম্যাচে এসে তার পাওয়া গোল বার্সেলোনাকে এগিয়ে দেয় স্প্যানিশ কাপের শিরোপা জয়ের পথে। মহামূল্যবান গোলটির কৃতিত্ব দুর্দান্ত খেলা লিওনেল মেসিকে দিয়েছেন স্পেনের এই লেফটব্যাক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 07:21 AM
Updated : 23 May 2016, 07:57 AM

আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে গত রোববার সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ‘ডাবল’ জয় করে বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৯৬তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন আলবা। 
 
মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ান আলবা। 
 
মৌসুমে প্রথম গোল পাওয়া আলবা ম্যাচ শেষে বলেন, “বরাবরের মতোই লিও নিখুঁতভাবে আমাকে বেছে নেওয়ায় আমি ভাগ্যবান ছিলাম।”
 
ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের করা দলের দ্বিতীয় গোলটিও হয় মেসির পাস থেকে।
 
আলবা বলেন, “জেতাটা খুব কঠিন ছিল। কারণ, লম্বা সময় আমরা একজন খেলোয়াড় কম নিয়ে খেলেছি এবং তা সেভিয়ার মতো একটি দলের বিপক্ষে, যারা বার্সেলোনার বিপক্ষে ম্যাচগুলোর জন্য ভালো প্রস্তুতি নেয়। দল নিখুঁত একটি ম্যাচ খেলেছে, বিশেষ করে রক্ষণে।”

“এটা খুব ভালো একটি মৌসুম ছিল, আপনি সব সময় ট্রেবল জিততে পারবেন না, কিন্তু ডাবল জয়ও দারুণ।”