নিষিদ্ধ মাতাল দুই রেফারি 

শীর্ষ লিগের একটি ম্যাচে মাতালের মতো আচরণ করা দুই রেফারিকে নিষিদ্ধ করেছে চেক ফুটবল অ্যাসোসিয়েশন (এফএসিআর)। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2016, 10:20 AM
Updated : 13 May 2016, 10:20 AM

এফএসিআর জানায়, এফকে প্রিব্রামের ও স্লাভিয়া প্রাগের মধ্যে ম্যাচের চতুর্থ রেফারি মারেক পিলনি আর অতিরিক্ত সহকারী রেফারি ইয়েরি ইয়েক তাদের লাইসেন্স হারাতে পারেন এবং শাস্তি পেতে পারেন। 
 
এক বিবৃতিতে জানানো হয়, পিলনি যে মাতাল তা বোঝাই যাচ্ছিল। আর ইয়েক ম্যাচ চলার সময় প্রস্রাব করেছিল বলে অভিযোগ আছে।
 
পিলনির কর্মকাণ্ড ভিডিওতে ধরা পড়ে এবং এটা ইউটিউবে দেওয়া হয়। 
 
পিলনি ভারসাম্য রাখতে লড়াই করেছিলেন আর লাইন্সম্যানকে অনুসরণ করে তার সঙ্গে দৌড়াচ্ছিলেন।  
 
এফএসিআরের প্রধান মিরোস্লাভ পেল্তা বলেন, “তারা ছিল মাতাল। তারা আর আমাদের সঙ্গে থাকতে পারে না।”
 
পেল্তা বলেন, ওই ম্যাচের রেফারি আর দুজন লাইন্সম্যানও মৌসুমের শেষ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। কারণ, তারা এই পরিস্থিতি ঠেকাতে ব্যর্থ হয়েছেন।