শিরোপা উৎসবের পর লেস্টারের হাসপাতালে ভিড়!

লেস্টার সিটির শিরোপা উৎসব এমনই বাঁধনহারা হলো যে দলটির অনেক সমর্থককে শেষ পর্যন্ত হাসপাতালেও যেতে হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2016, 07:55 PM
Updated : 8 May 2016, 07:55 PM

গত শনিবার রাতে নিজেদের মাঠে এভারটনকে হারানো ম্যাচের পর লেস্টারের খেলোয়াড়দের হাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি তুলে দেওয়া হয়। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথম ইপিএলের শিরোপা জেতায় হাজারো সমর্থকের উদযাপন ছিল মাত্রা ছাড়ানো।

লেস্টারের প্রধান হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে আসা মানুষের সংখ্যা অন্যান্য সপ্তাহের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এদের বেশিরভাগই আসে মদ্যপানজনিত অসুস্থতায়।

পরিস্থিতি সামলাতে হাসপাতাল কতৃপক্ষ জানায়, কারো অবস্থা সংকটাপন্ন না হলে জরুরি বিভাগে আসার প্রয়োজন নেই। দরকার হলে জরুরি স্বাস্থ্যসেবার নম্বরে ফোন করে পরামর্শ নেওয়ার অনুরোধ জানায় কর্তৃপক্ষ।