রানিয়েরিকে সম্মানিত করার প্রস্তাব ইতালিয়ান প্রধানমন্ত্রীর

লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে রূপকথার জন্ম দেওয়া ক্লাওদিও রানিয়েরিকে বিশেষ সম্মান জানানো হতে পারে তার দেশ ইতালিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 03:22 PM
Updated : 5 May 2016, 03:22 PM

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেন্সি জানিয়েছেন, রানিয়েরিকে সম্মানিত করতে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লাকে প্রস্তাব দেবেন তিনি।

গত ১৩ জুলাই লেস্টারে যোগ দিয়ে সে সময়ের পুঁচকে দলটিকে ১০ মাসেরও কম সময়ে আমূল পাল্টে দিয়ে ইপিএলে চ্যাম্পিয়ন করানোর মূল কারিগর ইতালির কোচ রানিয়েরি।

শিরোপা লড়াইয়ে থাকা টটেনহ্যাম হটস্পার গত সোমবার চেলসির মাঠে ড্র করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় লেস্টারের। তারপর থেকেই ফুটবল বিশ্বে চলছে রানিয়েরি বন্দনা। নিজেরে দেশ থেকেও প্রশংসিত হচ্ছেনন ৬৪ বছর বয়সী এই কোচ।

তাকে সম্মানিত করার ভাবনায় ইতালির প্রধান মন্ত্রী টিভি চ্যানেল আরটিএলকে বলেন, “ক্লাওদিও রানিয়েরিকে সম্মান জানানোর জন্যে আমি মাতারেল্লাকে প্রস্তাব দিব। একজন ইতালিয়ান কিংবদন্তিকে আমাদের সম্মান দেওয়া উচিত যিনি প্রমাণ করেছেন, সবসময় বিশ্বাস রাখতে হবে।”

গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো লেস্টারের এবারের প্রাথমিক লক্ষ্যও ছিল তাই। কিন্তু একের পর এক বিস্ময় জাগিয়ে সব পরাশক্তিদের পিছনে ফেলে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় কিং পাওয়ার স্টেডিয়ামের দলটি।