কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে তেভেস

কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্ট সামনে রেখে প্রাথমিক দল দিয়েছে আর্জেন্টিনা। ৪০ জনের দলে ফিরেছেন বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড কার্লোস তেভেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 08:23 AM
Updated : 5 May 2016, 08:23 AM

বর্তমান কোচ জেরার্দো মার্তিনোর কাছে বলতে গেলে উপেক্ষিতই ছিলেন ৩২ বছর বয়সী তেভেস। গত বছর অক্টোবরে প্যারাগুয়ের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলার পর থেকে দেশের হয়ে আর খেলা হয়নি ইউভেন্তুসের এই সাবেক ফরোয়ার্ডের।

বোকা জুনিয়র্সের হয়ে সব মিলিয়ে খেলা তিন ম্যাচে তিন গোল করা তেভেসকে তারপরও দলে ডেকেছেন মার্তিনো।

মার্তিনোর প্রাথমিক দলে সে অর্থে কোনো বিস্ময় নেই। যথারীতি বার্সেলোনার লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো, ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো ও নিকোলাস ওতামেন্দি, নাপোলির গনসালো হিগুয়াইন আছেন। আছেন ইউভেন্তুসের তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালাও।

এমনকি চীনের ঘরোয়া লিগে খেলা এসেকিয়েল লাভেস্সিও আক্রমণভাগে রেখেছেন আর্জেন্টিনার কোচ।

আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে কোপা আমেরিকার এবারের আসর। ৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি-তেভেসদের সঙ্গে ‘ডি’ গ্রুপে আছে পানামা ও বলিভিয়া।