মায়ের কাছে রানিয়েরি ‘ইংল্যান্ডের রাজা’

লেস্টার সিটির শিরোপা জয়ের রূপকথার কারিগর ক্লাওদিও রানিয়েরি এখন তার মায়ের কাছে ‘ইংল্যান্ডের রাজা’।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 04:31 PM
Updated : 4 May 2016, 04:31 PM

গত সোমবার চেলসির মাঠ থেকে টটেনহ্যাম হটস্পার ড্র করে ফেরায় ২ ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হয় লেস্টারের। অবনমন এড়ানোর লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করা দলকে শিরোপা জেতানোর পর চারদিকে চলছে রানিয়েরি-বন্দনা। তবে সবচেয়ে বড় বন্দনাটা হয়তো ইতালির এই কোচ পেলেন তার ৯৬ বছর বয়সী মায়ের কাছ থেকে।

ইতালির দৈনিক লা রিপাবলিকাকে রেনাতা রানিয়েরি বলেন, “সে এখন ইংল্যান্ডের রাজা। আমরা পুরো বিশ্ব থেকে তার প্রশংসা শুনছি এবং আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”

“ম্যাচ শেষে আমি কাঁদতে শুরু করি। পরে সে আমাকে এবং পরিবারের বাকি সবাইকে ফোন করে। ক্লাওদিও আমাকে প্রতি রাতে ফোন করে কিন্তু এটা ছিল অতি বিশেষ রাত। সে অনেক খুশি ছিল, আমরাও।”

এমন সাফল্য লেস্টার পেতে পারে বলে কখনও ভাবতে পারেননি বলে জানান রেনাতা।