ইতিহাসের সাক্ষী হতে হয়তো পারবেন না রানিয়েরি

ইতিহাস গড়ার পথে থাকা লেস্টার সিটির শিরোপা ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে চেলসি-টটেনহ্যাম হটস্পার লড়াইয়ে। তবে সোমবার রাতে হতে যাওয়া প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটি হয়তো দেখা হবে না ক্লাওদিও রানিয়েরির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 10:15 AM
Updated : 2 May 2016, 10:15 AM

কারণ এই ম্যাচের সময় ইতালি থেকে ফেরার পথে প্লেনে থাকবেন লেস্টারের ৬৪ বছর বয়সী এই কোচ।

রোববার ৩৬তম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতলেই ইপিএলের শিরোপা নিশ্চিত হয়ে যেত লেস্টারের। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় তাদের অপেক্ষা বাড়ে।

অবশ্য চেলসির মাঠে শিরোপা লড়াইয়ে থাকা টটেনহ্যাম জিততে ব্যর্থ হলেই লেস্টার তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়বে।

ইতিহাসের সাক্ষী হওয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানান ইতালিয়ান কোচ রানিয়েরি।

“আমি টটেনহ্যাম ম্যাচটি দেখতে চাইব, কিন্তু (সে সময়) ইতালি থেকে ফেরার পথে আমি প্লেনে থাকব।”

ম্যাচটি দেখার সম্ভাবনা না থাকলেও সামান্য আশাটুকুও ছাড়ছেন না রানিয়েরি।

“আগামীকাল আমরা একসঙ্গে হয়ে ম্যাচটি দেখার চেষ্টা করবো। দেখি, কি হয়।"

সোমবার টটেনহ্যাম জিতলেও ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লেস্টার শেষ দুই রাউন্ডে ২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৬৯।