সিটির বিপক্ষে খেললে ঝুঁকি থাকবে রোনালদোর

হ্যামস্ট্রিং পেশিতে চোট পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের সাবেক চিকিৎসক। এর আগে মাঠে ফিরলে তার অবস্থার অবনতির ঝুঁকি আছে এবং তারকা এই ফরোয়ার্ডের ২০১৬ ইউরোতে নাও খেলা হতে পারে বলে শঙ্কা করছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 08:44 AM
Updated : 1 May 2016, 08:44 AM

২০ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলে জেতা ম্যাচের শেষ মুহূর্তে চোট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। সেই থেকে মাঠের বাইরেই আছেন তিনি।
 
তবে রিয়াল আশা করছে, আগামী বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচের আগে সেরে উঠবেন রোনালদো। 
 
পর্তুগাল দলের সাবেক চিকিৎসক নুনো কাম্পোস জানান, প্রতিবেদন সত্যি হলে ৩১ বছর বয়সী রোনালদোকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। 
 
পর্তুগালের ক্রীড়া দৈনিক রেকর্দকে কাম্পোস বলেন, “পরীক্ষায় যদি খুব ছোটো ছেঁড়াও ধরা পড়ে, তার ১৮ থেকে ২১ দিন লাগবে। এটা সম্পূর্ণ সেরে উঠতে ১২ থেকে ১৪ দিন লাগে। আর ৫ বা ৭ দিন লাগবে পেশি গঠনের কাজ শেষ হতে।”
 
“এটা শুধু পেশির সংকোচন হলে কম সময় লাগত। এটাই যদি হতো, তাহলে এই সমস্যা তাকে সিটির বিপক্ষে খেলা থেকে বিরত রাখতে পারে না। কিন্তু খুব ক্ষুদ্র ছেঁড়া নিয়ে খেললেও পরিস্থিতির অবনতি হবে। আর ইউরোপিয়ান (চ্যাম্পিয়নশিপ) নিয়ে ঝুঁকি থাকছে।”