চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা বাড়লো আর্সেনালের

প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছে আর্সেনাল। বদলি ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের একমাত্র গোলে নরিচ সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরালো করেছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 06:38 PM
Updated : 30 April 2016, 06:38 PM

লিগে গত পাঁচ রাউন্ডে আর্সেনালের এটা দ্বিতীয় জয়। গত সপ্তাহে সান্ডারল্যান্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল তারা।

শনিবার রাতে ঘরের মাঠের এই জয়ে ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৭৬। ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার।

ইপিএলের প্রথম তিনটি দল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। চতুর্থ হওয়া দলটি খেলবে প্লে-অফ।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি আর্সেনাল। উল্টো লরাঁ কোসিয়েলনি-পার মার্টেসাকারদের ব্যর্থতায় বেশ কয়েকবার তাদের রক্ষণ উন্মুক্ত হয়ে পড়ে।

এই সময়ে স্বাগতিকদের গোলমুখে মোট তিনটি শট করে নরিচ। এর মধ্যে নাথান রেডমন্ডের দুটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দলকে বাঁচান গোলরক্ষক পেতর চেক। অন্যদিকে, বিরতির আগ পর্যন্ত নরিচের গোল বরাবর কোনো শটই নিতে পারেনি অলিভিয়ে জিরুদ-আলেক্সিস সানচেসরা।

বিরতির পর গুছিয়ে ওঠা আর্সেনাল বদলি খেলোয়াড় ড্যানি ওয়েলবেকের নৈপুণ্যে ৫৯তম মিনিটে এগিয়ে যায়। অলিভিয়ে জিরুদের হেড করে বাড়ানো বলে নীচু জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিন মিনিট আগে মাঠে নামা এই ইংলিশ ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখেই স্বস্তিতে মাঠ ছাড়ে আর্সেনাল।