পেলে-মারাদোনাকে ছাড়িয়ে যেতে চান পগবা

কিংবদন্তি দুই ফুটবলার পেলে আর দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে যেতে চান ইউভেন্তুসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 12:49 PM
Updated : 29 April 2016, 12:49 PM

২০১২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সেরি আর দল ইউভেন্তুসে নাম লেখানো পগবা সময়ের সেরা একজন মিডফিল্ডার। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ তাকে পেতে চায় বলে অনেক দিন ধরে গুঞ্জন চলছে। 
 
ইউভেন্তুসের হয়ে চারটি সেরি আ আর একটি ইতালিয়ান কাপ শিরোপা জেতা ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, “আমি পেলে অথবা মারাদোনার মতো কিংবদন্তি হতে চাই। অথবা তাদের চেয়েও বেশি কিছু হতে চাই। আমি এটা বলার চেষ্টা করছি না যে, আমি সবচেয়ে শক্তিশালী। শুধু বলতে চাই, আমি এটা হতে চাই।”
 
নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে পগবা বলেন, “আমার একটি সমস্যা আছে; আমি হারতে ঘৃণা করি। আর আমি ভিন্ন রকমের হতে পছন্দ করি। যা কেউ করেনি, আমি তা করতে চাই। আমি কঠোর পরিশ্রম করি। কারণ, আমার লক্ষ্য নিখুঁত হওয়া। আর জয় আমাকে আনন্দিত করে।”
 
“আমি হয়ত সবচেয়ে পছন্দের খেলোয়াড়দের মধ্যে নেই, কিন্তু এটা আমার লক্ষ্যও নয়। আমি সেরা হওয়ার জন্য কাজ করছি।”