আতলেতিকোর মাঠে বায়ার্নের ভুলের মাশুল

নিজেদের ভুলের কারণেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বায়ার্ন মিউনিখকে হারতে হয়েছে বলে মনে করেন জার্মানির ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 12:08 PM
Updated : 28 April 2016, 03:43 PM

আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরন থেকে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে হেরে আসে বায়ার্ন। আতলেতিকোকে জেতাতে একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করেন স্পেনের মিডফিল্ডার সাউল নেগেস।

ম্যাচ শেষে গুয়ার্দিওলা বলেন, “সাউলের গোলটি দারুণ এক গোল। সে অসাধারণ এক খেলোয়াড়। এটা আমাদের ভুলের ফল। সব মিলিয়ে এটা ভালো একটা ম্যাচ ছিল। কিন্তু আমরা শুরুটা বাজে করেছি। গোলটি ছিল আমাদের ধীর খেলার পরিণাম।”

প্রতিপক্ষের মাঠে গোল করতে না পারার আক্ষেপের কথা জানিয়ে গুয়ার্দিওলা বলেন, “দ্বিতীয় পর্বে আমাদের খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে। আমাদের ধৈর্য ধরতে হবে। ম্যাচটি অন্তত অতিরিক্ত সময়ে নিয়ে যেতে আমাদের কেবল একটি গোল লাগবে।”