নেইমার আমার চেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে: পেপে

নিজেকে সহিংস খেলোয়াড় মানতে রাজি নন পেপে। বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার চলতি মৌসুমে তার চেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে বলে উল্লেখ করেছেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2016, 12:10 PM
Updated : 27 April 2016, 12:10 PM

ক্যারিয়ারে বেশ কিছু বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত পেপে ২০০৮-০৯ মৌসুমে গেতাফের খেলোয়াড় হাভিয়ের কাসকেরোকে পা দিয়ে মাড়ানোর জন্য ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বাজে আচরণের জন্য একাধিকবার শিরোনাম হন পর্তুগালের এই ডিফেন্ডার। 
 
পেপে অবশ্য মনে করেন সহিংস খেলোয়াড়ের তকমাটা তার প্রাপ্য নয়। 
 
“মানুষ যা খুশি বলতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, নেইমার আমার চেয়ে বেশি হলুদ কার্ড দেখে আসছে।”
 
“রিয়াল মাদ্রিদ অতুলনীয় একটি ক্লাব। আমি যদি সত্যি এরকম উন্মত্ত, সহিংস খেলোয়াড় হতাম, তাহলে এত লম্বা সময় ধরে এই ক্লাবে খেলার সুযোগ পেতাম না।”

এ মৌসুমে লা লিগায় ২০টি ম্যাচ খেলা পেপে পাঁচটি হলুদ কার্ড দেখেন। আর ৩১ ম্যাচ খেলে নেইমার দেখেন ৬টি হলুদ কার্ড।