‘রোনালদোকে ছাড়া খেলা কঠিন’

ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন না বলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য কঠিন ছিল বলে মনে করেন স্পেনের সফলতম ক্লাবটির মিডফিল্ডার টনি ক্রুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2016, 09:10 AM
Updated : 27 April 2016, 01:01 PM

সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়াম থেকে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র করে ফেরে রিয়াল। ঊরুর চোটের কারণে এ ম্যাচে খেলতে পারেননি দলটির সেরা তারকা পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো। ম্যাচ শেষে তার অভাব টের পাওয়ার কথা বলেন ক্রুস। 
 
“রোনালদো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, সে ফল নির্ধারক এবং সে গোল করে। নিশ্চয়ই তাকে ছাড়া খেলাটা বেশি কঠিন।”
 
কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে জার্মানির ক্লাব ভলফ্সবুর্গের মাঠ থেকে ২-০ গোলে হেরে আসা রিয়াল ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে সেমি-ফাইনালে উঠেছিল। নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে অসাধারণ এক হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন রোনালদো। 
 
সিটির বিপক্ষে নিজেদের মাঠে সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে দলের কাছে সেই রকম আরেকটি পারফরম্যান্স আশা করেন ক্রুস। 
 
“আমাদের ভালো খেলতে হবে এবং ভলফ্সবুর্গের বিপক্ষে যেটা করেছি, সেটা করতে হবে। আমি মনে করি, আমরা সেভাবে খেললে ফাইনালে যাব।”