জিতেও ‘আক্ষেপ’ মানিকের

সিঙ্গাপুরের দল ট্যাম্পাইন রোভার্সের বিপক্ষে জিতে টানা চার ম্যাচ হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার আনন্দ আছে শফিকুল ইসলাম মানিকের। আবার এএফসি কাপের মূল পর্বে অনেক দূর যেতে না পারার আক্ষেপও আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই কোচের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2016, 04:49 PM
Updated : 26 April 2016, 04:49 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ল্যান্ডিং ডারবোর দুটি ও ওয়েডসেন আনসেলমের এক গোলে ট্যাম্পাইন রোভার্সকে ৩-২ ব্যবধানে হারায় শেখ জামাল।

টুর্নামেন্টে প্রথম জয় পাওয়ার প্রতিক্রিয়ায় মামুনুল ইসলামসহ নির্ভরযোগ্য আট ফুটবলারকে না পাওয়ার হতাশায় জানান শেখ জামাল কোচ।

“শেখ জামাল তাদের সামর্থ্যটা আজ দেখিয়েছে। যদি পুরো শক্তির দল পেতাম, তাহলে আমরা পরের রাউন্ডেও খেলতে পারতাম।”

শিষ্যদের ধন্যবাদ দিতে গিয়ে ‘ধারে’ খেলতে আসা আবাহনী লিমিটেডের জুয়েল রানা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মোনায়েম খান রাজুকে আলাদাভাবে প্রশংসা করেন শেখ জামাল কোচ।

“আজ আমরা রাজুকে পেয়েছি। জুয়েলকেও পেয়েছি। তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। দিয়েছেও। যার কারণে হয়ত ম্যাচটা বের করে আনতে পেরেছি আমরা।”

মালয়েশিয়ার দল সেলানগোর এফএর বিপক্ষে আগের ম্যাচে গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের ভুলে হারে শেখ জামাল। ট্যাম্পাইনের বিপক্ষে ম্যাচেও দুইবার পরাস্ত হন হিমেল। তবে দারুণ কিছু সেভ করা এই গোলরক্ষকেও আলাদাভাবে প্রশংসা করেন কোচ।

‘ই’ গ্রুপের শেষ ম্যাচে ফিলিপিন্সের দল সেরেল লা সাল্লের মাঠে খেলবে শেখ জামাল। ট্যাম্পাইনকে হারানোর আত্মবিশ্বাস আগামী ম্যাচে টেনে নিয়ে যাওয়ার আশা জানালেও সেরা একাদশ সাজানো নিয়ে আগের মতোই ‘অনিশ্চিত’ মানিক।

মূল পর্বে এসে দ্বিতীয় হারে হতাশ ট্যাম্পাইন কোচ সুন্দ্রাম মুর্থি। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটির কোচ জানান শেখ জামালের তিন বিদেশি ফরোয়ার্ডই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

“ওদের তিন বিদেশি ফরোয়ার্ডই পার্থক্য গড়ে দিয়েছে। আজ আমরাও ভালো খেলতে পারিনি। তবে এখনও সেরা ষোলোয় যাওয়ার সুযোগ আছে আমাদের।”