ম্যান ইউ ম্যাচে ভার্ডিকে পাচ্ছে না লেস্টার

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা গোলদাতা জেমি ভার্ডিকে পাচ্ছে না লেস্টার সিটি। অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে এই ইংলিশ ফরোয়ার্ডকে অতিরিক্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2016, 11:26 AM
Updated : 26 April 2016, 11:26 AM

গত রোববার ওয়েস্ট হ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এবারের লিগের দ্বিতীয় সর্বোচ্চ এই গোলদাতা। এর শাস্তি হিসেবে গত রোববার সোয়ানসি সিটির বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে দলের বাইরে ছিলেন ভার্ডি।

লাল কার্ড পাওয়ার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করার অপরাধে মঙ্গলবার ভার্ডিকে অতিরিক্ত আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয় এফএ। লিগে এ পর্যন্ত ২২ গোল করা এই খেলোয়াড়কে ১০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।

অশোভন আচরণের অভিযোগ ও শাস্তি ভার্ডি মেনে নিয়েছে বলেও এফএর বিবৃতিতে জানানো হয়।

৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার, টটেনহ্যামের পয়েন্ট ৬৯। আগামী রোববার ওল্ড ট্রাফোর্ডে হতে যাওয়া লিগের ৩৬তম রাউন্ডে ভার্ডিকে ছাড়াই খেলতে হবে লেস্টারের। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থাকা ক্লাওদিও রানিয়েরির দল ইউনাইটেডকে হারাতে পারলেই দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে যাবে।